সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুবিতে শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কারের সিদ্ধান্ত বাতিলের দাবি | চ্যানেল খুলনা

খুবিতে শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কারের সিদ্ধান্ত বাতিলের দাবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) তিন শিক্ষক ও দুই শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে রাবির সিনেট ভবনের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তারা এ দাবি জানান।

কর্মসূচিতে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় হলো দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ। শুধু ক্লাসরুম নয়, এখানে শিক্ষার অনেক মাধ্যম রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণতন্ত্রের চর্চা করে। নিজেদের মত প্রকাশ ও প্রশাসনের কাজের সমালোচনা করার অধিকারও তারা রাখেন। কিন্তু বর্তমানে দেশের বেশির ভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা দলীয়বৃত্তি ও চাটুকারীতায় ব্যস্ত। তারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কন্ঠরোধ করছেন।

বক্তারা আরও বলেন, খুবির ঘটে যাওয়া ঘটনাটা সত্যিই লজ্জাজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এমন নির্লজ্জ ঘটনার জন্য উপাচার্যকে ক্ষমা চাইতে হবে ও শিক্ষক-শিক্ষার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত বাতিল করতে হবে।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী নাজমুল মৃধার সঞ্চালনায় পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সালেহ হাসান নকিব, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার, বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী হাসিব রনি প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

খুবির গত বছরের জানুয়ারি মাস থেকে শিক্ষার্থীদের মাসিক বেতন-ফি কমানো, আবাসন সংকট সমাধান, দ্বিতীয় পরীক্ষণের ব্যবস্থা করাসহ ৫ দফা দাবিতে আন্দোলন শুরু করেন কয়েকজন শিক্ষার্থী। এর জের ধরে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

শিক্ষার্থীদের এ আন্দোলনে একাত্মতা প্রকাশ করায় বাংলা বিভাগের দু’জন ও ইতিহাস বিভাগের একজন শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ ও গুরুতর অসদাচরণের অভিযোগ এনে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তারা হলেন- বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবুল ফজল, প্রভাষক শাকিলা আলম এবং ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রভাষক হৈমন্তী শুক্লা।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

দাকোপে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

খুলনার শিববাড়ী মোড়ে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান

দাকোপে সরকারি জায়গায় পাকা স্থাপনা গড়ে উঠলেও প্রশাসন নীরব

দাকোপে সাংবাদিকদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতবিনিময়

ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।