সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুবিতে ২০ হাজার ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে ৭ শতাধিক গাছের চারা বিতরণ | চ্যানেল খুলনা

খুবিতে ২০ হাজার ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে ৭ শতাধিক গাছের চারা বিতরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে গত দুই দিনে ২০ হাজারেরও বেশি ব্যবহৃত প্লাস্টিক বোতল সংগ্রহের পাশাপাশি ৭ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে ‘গিভ এন্ড টেক সিজন-২’ শীর্ষক কর্মসূচি থেকে এসব গাছের চারা বিতরণ করা হয়।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের সাধারণ সম্পাদক একরামুল হক জানান, গত বছরের ন্যায় এ বছরও ‘গিভ এন্ড টেক’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং সাধারণ লোকজন ব্যবহৃত প্লাস্টিকের বোতল জমা দিয়ে গাছের চারা গ্রহণ করেছেন। আমরা গত দুই দিনে ৭ শতাধিক চারা বিতরণ এবং ২০ হাজারেরও বেশি ব্যবহৃত প্লাস্টিক বোতল সংগ্রহ করেছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, সোমবার দুপুরে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। মাত্র দুই দিনে এত প্লাস্টিক বোতল সংগ্রহ দারুণ একটা ব্যাপার। আমাদের আশেপাশে প্লাস্টিকের বোতল ও ভাঙা অংশ জমে পরিবেশ নষ্ট হচ্ছে। জনজীবন ও জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হচ্ছে। পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা সৃষ্টিতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের তাপমাত্রা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। জনজীবন ও জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হচ্ছে। নানা অজুহাতে নির্বিচারে গাছপালা কেটে ফেলায় বাড়ছে তাপমাত্রা। ব্যতিক্রমধর্মী এই কর্মসূচির মাধ্যমে গাছ লাগানোর পাশাপাশি পরিবেশবান্ধব মানসিকতার সৃষ্টি হচ্ছে। তিনি ভবিষ্যতেও জনসচেতনতা ও বসবাসযোগ্য সুন্দর পরিবেশ তৈরিতে সবাইকে উৎসাহিত করতে এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

সন্তানদের বাঁচাতে গিয়ে প্রাণ গেল খুবির সাবেক দুই শিক্ষার্থীর

খুবিতে গণিত এবং এর প্রায়োগিক দিক নিয়ে সেমিনার অনুষ্ঠিত

খুবির বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ৭ মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান

খুবির কর্মচারী মো. শফিকুল ইসলামের ইন্তেকালে উপাচার্যের গভীর শোক

কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে  ডি-নথির ব্যবহার প্রয়োজন : উপ-উপাচার্য

ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূতের খুবি ক্যাম্পাস পরিদর্শন ও মতবিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।