খুলনা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মো. শামীম আহসান ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাতের সাথে বিশ্ববিদ্যালয়ের ক্লাব ও সংগঠনসমূহের প্রতিনিধিবৃন্দের মতবিনিময় বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে ক্লাব ও সংগঠনসমূহের প্রতিনিধিবৃন্দ খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের ক্লাব ও সংগঠনসমূহের জন্য স্থান দেওয়ার অনুরোধ করেন। এ সময় দুই পরিচালক শিক্ষার্থীদের কথা মনোযোগসহকারে শোনেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন।