খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ডিসিপ্লিনের মাস্টার্স অব এডুকেশন (এমএড) প্রোগ্রামের আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলা প্রণয়ন শীর্ষক বুধবার (১৩ ডিসেম্বর) এক কর্মশালা ডিসিপ্লিনের মাইক্রো টিচিং এন্ড সিমুলেশন ল্যাবে অনুষ্ঠিত হয়।
শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর মোছা: তাছলিমা খাতুনের সভাপতিত্বে উক্ত কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার।
অনলাইনে সংযুক্ত ছিলেন ডিসিপ্লিনের কারিকুলা কমিটির বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চ (আইইআর) এর প্রফেসর ড. এস এম হাফিজুর রহমান ও প্রফেসর ড. মো: খাইরুল ইসলাম। অনুষ্ঠানে আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম ও প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদারসহ ডিসিপ্লিনের শিক্ষক, অ্যালামনাইবৃন্দ ও বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন। পরে প্রণীত ওবিই কারিকুলার বিভিন্ন দিক নিয়ে টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়।