চ্যানেল খুলনা ডেস্কঃনিপা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক। তবে এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত বলা যাবে না। এভাবে উন্নতি হতে থাকলে কয়েকদিনের মধ্যে আশঙ্কা মুক্ত হবেন তিনি। এদিকে এই ভাইরাস থেকে বাঁচতে সচেতনতাকে গুরুত্ব দিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
খোঁজ নিয়ে জানাযায়, গত ১১ জানুয়ারি গোপালগঞ্জের চরগোবরপুর এক গৃহবধূ নিপা ভাইরাস নিয়ে ভর্তি হয়েছে হাসপাতালে। মেডিসিন ইউনিট-১ এ অধীনে আলাদা একটি কেবিনে রেখে এই গৃহবধূর চিকিৎসা করছেন চিকিৎসকরা।
মেয়েটির বাবা বাবুল হোসেন জানান, কাচা খেজুরের রস খেয়েছিলেন তিনি। প্রচন্ত জ্বরের সাথে অজ্ঞান হয়ে যাওয়ার ফলে হাসপাতালে ভর্তি করে রোগীর পরিবার।
হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ এস এম কামাল হোসেন বলেন, নিপা ভাইরাসে আক্রান্ত রোগীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এর মেডিক্যাল বোর্ড বসিয়ে সিনিয়র চিকিৎসকরা একমত হন তার শরীরে নিপাহ ভাইরাস রয়েছে। অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ হওয়ায় চিকিৎসকরা তাকে সব রোগী থেকে আলাদা করে চিকিৎসা দিচ্ছেন। তাকে খুমেক হাসপাতালে মেডিসিন ইউনিট-১ এ ভর্তি রাখা হয়েছে।’
এর আগে ২০১৬ সালে সর্বশেষ নিপাহ ভাইরাসে আক্রান্ত মাগুরার দুই জনকে খুমেকে ভর্তি করা হয়েছিল। তখন চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।