রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা বলেছেন, মাত্র তিন বছর আগে খুলনার আধুনিক রেল স্টেশন নির্মাণকাজ শেষ হয়। তখন ৬০-৭০ কোটি টাকা ব্যয় হলেও আমি বলব পরিকল্পনায় ভুল ছিল। যে কারণে এখন আবার নতুন করে কোটি কোটি টাকা ব্যয়ে প্লাটফর্ম উঁচু করতে হচ্ছে। বয়স্ক মানুষ ও শিশুরা এই প্লাটফর্ম ব্যবহার করে বগিতে উঠতে ভোগান্তির শিকার হন।
শুক্রবার (১ অক্টোবর) বিকালে খুলনা রেল স্টেশনের প্লাটফর্মের সংস্কারকাজ পরিদর্শন ও রেল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ বলেন।
প্লাটফর্ম পরিদর্শনের সময় স্টেশনে পৌঁছানো একটি ট্রেনের বগির জরাজীর্ণ দশায় ও হতশ্রী চেহারা দেখে হতাশা প্রকাশ করে রেল সচিব বলেন, মানুষের আগ্রহ বাড়লেও এমন কোচে তারা ভ্রমণ করবে কেন? মানুষের আগ্রহ বাড়াতে কোচ মেরামতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া হবে।
তিনি বলেন, সরকার রেলওয়েকে জনবান্ধব করতে মহাপরিকল্পনা নিয়েছে। রেল ভ্রমণে মানুষের আগ্রহ বাড়ছে। তাই আমাদেরও দায়িত্ব ও কর্তব্য সচেতন হতে হবে। প্রতি বছর রেল স্টেশন আধুনিকায়নে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। এই অর্থ বছরে ৫৫টি স্টেশনের আধুনিকায়ন সম্ভব হবে। এভাবে ৪-৫ বছরের মধ্যে দেশের সব স্টেশন আধুনিকায়ন হয়ে যাবে।
স্বচ্ছতার সঙ্গে রেলে নতুন করে জনবল নিয়োগ হবে জানিয়ে তিনি বলেন, রেলে পোষ্যদের জন্য ৪০ ভাগ কোটা নির্ধারিত থাকবে। এ বছর ১০০০ কিলোমিটার রেলপথের সংস্কার করা হবে। বিবর্ণ চেহারার রেলকে স্মার্ট করতে হবে।