অনলাইন ডেস্কঃ উপজেলা পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্ত না মানায় বাংলাদেশ আ’লীগের প্রায় দুইশ’ নেতাকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী শনিবার (২০ জুলাই) দলটির সম্পাদকমণ্ডলীর সভায় তাদের সাময়িক বহিষ্কার ও কারণ দর্শানোর দিন-ক্ষণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সূত্র সময় টিভি অনলাইন।
জানা গেছে, আ’লীগের সম্পাদক মণ্ডলীর সভায় সিদ্ধান্তের পর বহি®কৃতদের কয়েক ধাপে চিঠি দেয়া হবে এবং একই সাথে কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাও জানতে চাওয়া হবে। এরা হলেন জেলা আ’লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ আকবর আলী, পাইকগাছা আ’লীগের সদস্য সচিব শেখ মনিরুল ইসলাম, উপজেলা আ’লীগের সদস্য সচিব মোড়ল রশিদুজ্জামান, তেরখাদা উপজেলায় জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক গাজী শহিদুল ইসলাম, দিঘলিয়া উপজলোয় জেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ মারুফুল ইসলাম ও সদস্য মল্লিক মহিউদ্দিন, দাকোপ উপজেলায় জেলা আ’লীগের সদস্য মনসুর আলী খান।