সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি খুলনার উন্নয়নে নাগরিকদের ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন | চ্যানেল খুলনা

খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি খুলনার উন্নয়নে নাগরিকদের ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনার উন্নয়নে ১০ দফা দাবি উত্থাপন করেছেন নাগরিকবৃন্দ। বুধবার দুপুরে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে স্থানীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উল্লিখিত দাবি উত্থাপন করা হয়। এসময় লিখিত বক্তব্য পড়ে শোনান কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান। একই সঙ্গে এসব দাবি বাস্তবায়নের লক্ষ‌্যে আগামী ৮ ও ১১ ডিসেম্বর নগরীতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।

উন্নয়নের এই ১০ দফা দাবিগুলো হলো- খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন সার্ভিস চালু, খুলনা-দর্শনা ডবল রেল লাইন স্থাপন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান পদে স্থানীয় প্রতিনিধি নিয়োগ, অনিয়ম-দুর্নীতিমুক্ত কেডিএ গঠন, খানজাহান আলী বিমান বন্দরের দ্রুত বাস্তবায়ন, পাইপ লাইনে গ্যাস সরবরাহ, খুলনা-যশোর রোড ছয় লেনে উন্নতিকরণ, রূপসা ও ভৈরব নদের তীর ঘেঁষে শহর রক্ষা বাঁধসহ রিভারভিউ রোড নির্মাণ এবং ত্রুটি মুক্ত আধুনিক রেল স্টেশন নির্মাণ।

সংবাদ সম্মেলনে বলা হয়, খুলনার অবকাঠামোগত উন্নয়নের জন্য ১৯৬১ সালে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) গঠিত হয়। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে সংস্থাটি গঠন করা হয়েছিল, তা কখনই পূর্ণতা পায়নি। এমনকি বিগত ১০-১৫ বছরের মধ্যে কেডিএ এক প্রকল্পও সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেনি। বাস্তবায়নকৃত প্রকল্পগুলোও নাগরিকদের পূর্ণ চাহিদা মোতাবেক হয়নি। মূলতঃ অভিজ্ঞতা, দুরদর্শিতা ও আন্তরিকতার অভাবে গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ প্রণয়ন, উপস্থাপন ও অর্থায়নে সফলতা দেখাতে ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি। সর্বপরি বিভাগীয় শহর খুলনায় উন্নয়নের ছোঁয়া লাগাতেও ব্যর্থ হয়েছে কেডিএ।

এ অবস্থায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান পদে স্থানীয় প্রতিনিধি নিয়োগ, অনিয়ম-দুর্নীতিমুক্ত কেডিএ গঠন, অনুমোদিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন, মাস্টারপ্লান অনুযায়ী প্রকল্প গ্রহণ, অনুমোদন ও অর্থায়ন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করা হয়। সংবাদ সম্মেলনে উত্থাপিত অন্যান্য দাবির মধ্যে রয়েছে- নতুন গ্যাস ক্ষেত্র আবিস্কারের লক্ষ‌্যে এ অঞ্চলে দ্রুত জরিপ কার্যক্রম পরিচালনা, খানজাহান আলী (র.) সেতু থেকে রূপসা ঘাট পর্যন্ত এবং শের-এ বাংলা রোড চার লেনে উন্নিত করণ উল্লেখযোগ্য।

সংবাদ সম্মেলনে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ মোশারফ হোসেন, মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান, যুগ্ন-মহাসচিব মিজানুর রহমান জিয়া, সাবেক সভাপতি এস এম দাউদ আলী, ইঞ্জিনিয়ার আজাদুল হক, সহ-সভাপতি শাহিন জামান পন, এ্যাড. হাফিজুর রহমান, এস এম ইকবাল হোসেন বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।