সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনা কর অঞ্চলের দশ জেলার ৭৭ জন সেরা করদাতাকে সম্মাননা প্রদান | চ্যানেল খুলনা

খুলনা কর অঞ্চলের দশ জেলার ৭৭ জন সেরা করদাতাকে সম্মাননা প্রদান

জাতীয় রাজস্ব বোর্ডের তত্ত্বাবধানে ও কর অঞ্চল খুলনার আয়োজনে এবছরও খুলনাসহ বিভাগের দশ জেলার সেরা করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় খুলনা পাবলিক কলেজের অডিটরিয়ামে এই সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অডিট, ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন) জি এম আবুল কালাম কায়কোবাদ।

খুলনা কর অঞ্চলের কমিশনার মোঃ সিরাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা কর আপীল অঞ্চলের কমিশনার মোঃ তৌহিদুল ইসলাম, খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট-এর অতিরিক্ত কমিশনার ম. সফিউজ্জামানান, খুলনা কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার (পরিদর্শী রেঞ্জ-১) মুঃ মহিতুর রহমান, খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শামীমুল আহসান শামীম ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক ও খুলনা কর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. জিএম গোলাম রসুল।

চারটি ক্যাটাগরিতে প্রত্যেক জেলায় ৭ জন করদাতাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। ক্যাটাগরিগুলো হল সর্বোচ্চ করদাতা ৩ জন, দীর্ঘ মেয়াদি করদাতা ২ জন, তরুণ সর্বোচ্চ করদাতা ১ জন এবং সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা ১ জন। অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনসহ বিভাগের দশ জেলায় মোট ৭৭ জন করদাতাকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

২০২২-২৩ করবর্ষে সেরা করদাতার সম্মাননা পেয়েছেন যারা:
খুলনা সিটি কর্পোরেশন: খুলনা সিটি কর্পোরেশন এলাকায় সর্বোচ্চ কর প্রদানকারী ৩ জন করদাতা হলেন মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ জিয়াউল আহসান ও খান সাইফুল ইসলাম। দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন এইচ. এম. শামসুদ্দিন ও সুফিয়া খানম। তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী মোঃ শহিদুল ইসলাম এবং সর্বোচ্চ নারী কর প্রদানকারী হলেন সাহিদা আনোয়ার।

খুলনা জেলা: খুলনা জেলায় সর্বোচ্চ কর প্রদানকারী ৩ জন করদাতা যথাক্রমে জয়দেব ম-ল, মো: বদরুদ্দোজা, আ: জব্বার গাজী। দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন করদাতা হলেন শেখ মনজুরুল হক ও শেখ সালাউদ্দিন। তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী হলেন মো: সাহিদুর রহমান। সর্বোচ্চ নারী কর প্রদানকারী হয়েছেন মহাসিনা শিরিন।

যশোর জেলা: যশোরে সর্বোচ্চ কর প্রদানকারী ৩ জন করদাতা যথাক্রমে মোঃ মইনুল আলম টুলু, মোঃ আব্দুস শামীম ও বিপ্লব কুমার দাস। দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন ডা: মো: মোস্তানিছুর রহমান ও মো: নূরুল আমিন। তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী হলেন মো: আলমগীর কবির সুমন। সর্বোচ্চ নারী কর প্রদানকারী মোসা: নাজমুন্নাহার।

চুয়াডাঙ্গা জেলা: চুয়াডাঙ্গায় সর্বোচ্চ কর প্রদানকারী ৩ জন করদাতা যথাক্রমে মোঃ শহিদুল হক মোল্লা, মোছা: সাইফুন্নাহার আক্তার শাম্মী, দিলীপ কুমার আগারওয়ালা। দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন করদাতা হলেন মো: তৈয়ব আলী ও নারায়ণ চন্দ্র রামেকা। তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী হলেন মো: ওসমান গনি রতন। সর্বোচ্চ নারী কর প্রদানকারী হলেন সবিতা আগারওয়ালা।

মাগুরা জেলা: মাগুরায় সর্বোচ্চ কর প্রদানকারী ৩ জন করদাতা যথাক্রমে মোঃ আজিজুল হক, মো: খবির আহম্মেদ ও মো: মেহেদী হাসান রাসেল। দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন করদাতা হলেন সৈয়দ জুলফিকার আলী ও মীর মাসুদ আলী। তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী হলেন মীর রাশেদুল ইসলাম সুমন। সর্বোচ্চ নারী কর প্রদানকারী হলেন সুপ্তি হক।

সাতক্ষীরা জেলা: সাতক্ষীরায় সর্বোচ্চ কর প্রদানকারী ৩ জন করদাতা যথাক্রমে মো: জাহাঙ্গীর হাসান, সুকুমার দাস ও জি.এম. খোরশেদ আলম। দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন করদাতা হলেন মো: আব্দুর রহমান ও শেখ মতিয়ার রহমান। তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী হলেন মীর শাহীন হোসেন। সর্বোচ্চ নারী কর প্রদানকারী মোছা: তানজিলা খাতুন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা শিবির

প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ভোলার গ্যাস খুলনায় অগ্রাধিকার ভিত্তিতে না দিলে কঠোর কর্মসূচীর হুশিয়ারি

খুবিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি উৎসব রঙিন আকাশে উৎসবমুখর শিক্ষার্থীরা

তারুণ্যের কণ্ঠ একত্রে গর্জে উঠলো গ্র্যান্ড ফিনালেতে

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল হুদার মৃত্যুতে খুলনা অঞ্চল জামায়াতের শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।