খুলনা অফিসঃখুলনা-কলকাতা বাস সার্ভিস গতকাল বুধবার বিকেল ৪টায় নগরীর চেম্বার ভবনের সামনে উদ্বোধন করা হয়েছে। এই সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক। অনুষ্ঠানে খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবিব, গ্রীনলাইন পরিবহনের তত্ত্বাবধায়ক মোঃ মঈনুল ইসলাম জমাদ্দারসহ বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
গ্রীনলাইন পরিবহনের ৪০ আসন বিশিষ্ট এই বাসটি সপ্তাহের শনি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় খুলনার রয়েল মোড় থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর কলকাতা থেকে ছেড়ে আসবে প্রতি সপ্তাহের রবি বুধ এবং শুক্রবার সকাল ৬টায়। খুলনা থেকে কলকাতায় টিকিটের দাম ১ হাজার টাকা। অপরদিকে কলকাতা থেকে খুলনার টিকিটে দাম ৮শ’ রুপি। বাস সার্ভিসটি চালু হওয়ায় খুলনা থেকে কলকাতাগামী মানুষের ভোগান্তি কমবে বলে মনে করছেন পরিবহণ কর্তৃপক্ষ।গ্রীন লাইন পরিবহনের তত্ত্বাবধায়ক মো. মঈনুল ইসলাম জমাদ্দার জানান, খুলনার সাতরাস্তা মোড় থেকে প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার কলকাতার উদ্দেশ্যে সকাল সাড়ে ৮টায় ছেড়ে যাবে এই বাস। প্রতিজনের ভাড়া ১ হাজার টাকা। আর প্রতি রবিবার, সোমবার ও শুক্রবার ভোর ৬টায় কলকাতা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসবে বাসটি। কলকাতা থেকে ভাড়া ৮০০ রূপি।