খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্র-ছাত্রী হলসমূহ আজ ১৭ অক্টোবর রবিবার সকাল ১০টা থেকে খুলে দেয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক কাউন্সিল সভার সুপারিশ এবং ৭ম সিন্ডিকেট সভার ৭.২ নং সিদ্ধান্তের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তাছাড়া শিক্ষার্থীরা অস্থায়ী হলে আসার পর পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করা হবে। উল্লেখ্য যে, বিশ্বব্যাপী কোভিড-১৯ এর কারণে ১৭ মার্চ ২০২০ তারিখ থেকে বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম (সরাসরি) এবং অস্থায়ী ছাত্র-ছাত্রী হলসমূহ বন্ধ ঘোষণা করা হয়। অস্থায়ী ছাত্র-ছাত্রী হল ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থানের জন্য নিম্নে উল্লিখিত শর্তাবলী অনুসরণ করতে হবে। শর্তাবলীর মধ্যে রয়েছে- একাডেমিক কার্যক্রমসহ অস্থায়ী হলে অবস্থানের জন্য সকলকে মাস্ক পরিধানসহ অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে; অনুমোদিত শিক্ষার্থী ব্যতিত বহিরাগত কোন ব্যক্তিকে হলে অবস্থানের জন্য অনুমতি দেয়া হবে না; কোভিড-১৯ বিষয়ে সরকার কর্তৃক নির্দেশিত সকল শর্ত অনুসরণ করতে হবে; এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী কোভিড-১৯ এর টিকা গ্রহণের বিষয়ে সরকার নির্দেশিত শর্ত মেনে চলতে বাধ্য থাকবেন।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডাঃ খন্দকার মাজহারুল আনোয়ার স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।