খুলনা ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশনের এক সভা আজ রবিবার সন্ধ্যা ৭টায় নগরীর ডালমিল মোড়স্থ দৈনিক তথ্য অফিসে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনকে শক্তিশালী ও সুদৃঢ় করতে সদস্যদের ব্যক্তিগত তথ্যাবলী সংরক্ষণ, আয়-ব্যায়ের হিসাব হালনাগাদকরণ, নতুন সদস্য পদ প্রদানসহ সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
খুলনা ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের আহবায়ক মো. হুমায়ুন কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব এস এম কামাল হোসেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আহবায়ক কমিটির সদস্য বিমল সাহা, নূর হাসান জনি ও মো. মাকসুদ আলী।-সংবাদ বিজ্ঞপ্তি