মঙ্গলবার(২৩ নভেম্বর) দুপুরে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ১ নম্বর জলমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ সফিউলফিউল ইসলাম।
এছাড়াও মেম্বার পদপ্রার্থী হিসেবে ৩ নং ওয়ার্ডে শেখ মোহাম্মদ আল-আমিন, ৪ নং ওয়ার্ডে মোঃ রফিকুল ইসলাম, ৫ নং ওয়ার্ডে রেজাউল করিম রনি, ৬ নং ওয়ার্ডে আব্দুল মান্নান হাওলাদার মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা দ্বীন ইসলাম, সদস্য সচিব গাজী মুরাদ হোসেন, গাজী ফেরদৌস সুমন, মমিনুল ইসলাম নাসিব, মোঃ নজরুল ইসলাম, আব্দুস সালাম, মোঃ হারুন-অর-রশিদ, মোঃ অহিদুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন, মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।
চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ শফিউল ইসলাম রিটার্নিং কর্মকর্তার নিকট অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।