চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান আজ
(মঙ্গলবার) সকালে স্কুলের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়। খুলনার ভারপ্রাপ্ত বিভাগীয়
কমিশনার সুবাস চন্দ্র সাহা এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, একমাত্র খেলাধুলাই পারে সকলকে সুস্থ
রাখতে। ভাল মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে পড়াশুনার পাশাপাশি খেলাধুলা করা
জরুরি। খেলাধুলা শিক্ষার্থীর মেধা বিকাশেও সহায়তা করে। ছেলেদের পাশাপাশি
মেয়েরাও ক্রীড়ায় সমান তালে সামনে এগিয়ে যাচ্ছে।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ
হারুনর রশীদ। স্বাগত জানান জিলা স্কুলের প্রধান শিক্ষক ফারহানা নাজ।