সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনা জেলা ওয়াকিং গ্রুপ ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অংশগ্রহণে সভা | চ্যানেল খুলনা

খুলনা জেলা ওয়াকিং গ্রুপ ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অংশগ্রহণে সভা

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘সেইফপানি জেলা মডেল পাইলট প্রজেক্ট’ এর আওতায় জেলা ওয়াকিং গ্রুপ ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অংশগ্রহণে এক সভা আজ রোববার (২০ এপ্রিল) দুপুরে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রকল্প এলাকায় সকল স্কুল-মাদ্রাসা ও স্বাস্থ্যসেবা কেন্দ্রসমূহে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত হবে। এর মাধ্যমে খুলনা জেলার সকল ইউনিয়নে সেবা গ্রহণকারীদের সুস্বাস্থ্য ও জীবনমান উন্নত হবে। পানি দূষণ প্রতিরোধে সবাইকে এক সাথে কাজ করতে হবে। মানুষের জীবন সেইফ এর সাথে পানিকেও নিরাপদ রাখা দরকার। তিনি বলেন, নিরাপদ পানি সংগ্রহে উপকূলবাসীকে সবসময় সংগ্রাম করতে হয়। বছরের প্রায় অর্ধেক সময়ে পানির ব্যাপক সংকটের মধ্য দিয়ে কাটে। খুলনা প্রকৃতপক্ষে পানির প্রাপ্যতার দিক থেকে নানামূখী সংকটের একটি জেলা। প্রকল্প বাস্তবায়নে আরো বেশি মনোযোগী ও দায়িত্বশীল হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান প্রধান অতিথি।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপসচিব সুয়ে মেন জো, হাইসাওয়া এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ নুরুল ওসমান ও খুলনার সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুন প্রমুখ বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক বিতান কুমার মন্ডল।

এই প্রকল্পের মাধ্যমে খুলনা জেলার (সিটি কর্পোরেশন এলাকা ব্যতিত) সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রসমূহে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতকরণ, পানির উৎসসমূহের প্রয়োজনীয় সংস্কার, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় খুলনা জেলার নয়টি উপজেলার ৬৮টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় মোট ১১৭৪ টি প্রতিষ্ঠানে বাস্তবায়ন করা হবে। এ প্রকল্পের মেয়াদ ডিসেম্বর ২০৩০ সালে শেষ হওয়ার কথা রয়েছে। এতে ব্যয় হবে প্রায় ২২.৭১ কোটি। যার মধ্যে সরকারি ভাবে ব্যয় হবে ১১.৩৬ কোটি টাকা এবং বৈদেশিক অনুদান ১১.৩৫ কোটি।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্কুল-মাদ্রাসার শিক্ষকগণ অংশ নেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

জনসম্পৃক্ততায় বিঘ্ন সৃষ্টিকারী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের ব্যাপারে বিএনপি ‘জিরোটলারেন্স’

খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা শিবির

প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ভোলার গ্যাস খুলনায় অগ্রাধিকার ভিত্তিতে না দিলে কঠোর কর্মসূচীর হুশিয়ারি

খুবিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি উৎসব রঙিন আকাশে উৎসবমুখর শিক্ষার্থীরা

তারুণ্যের কণ্ঠ একত্রে গর্জে উঠলো গ্র্যান্ড ফিনালেতে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।