নিজস্ব প্রতিবেদ:: খুলনা টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজের নবীন বরন ও বিদায় অনুষ্ঠান পালিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ৯ টায় নগরীর বয়রা জলিল স্মরণিস্থ নিজ ক্যাম্পাসে প্রতিষ্ঠানের নবীন শিক্ষার্থীদের বরন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা টিটিসি’র উপ-পরিচালক এস কে পলাশ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের সন্ত্রাস, জঙ্গি ও মাদক হতে মুক্ত থাকতে হবে, কারণ এর দ্বারা একটি পরিবার, সমাজ ও দেশ ধ্বংস হয়ে যেতে পারে। পাশাপাশি ইংরেজি ভাষা ও কম্পিউটারে দক্ষ হতে হবে। তিনি আরও বলেন, ইংরেজি এখন আর কোন ভাষা নয় টেকনলজিতে রূপ নিয়েছে। এটি জব্দ করতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা ইসলামিয়া কলেজের সহকারী অধ্যাপক বি.এম মোবারক হোসেন, উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অমিত মন্ডল, (অর্থ) পরিচালক মাধবী রানী রায়, এন ডব্লিউ পিজিসিএল প্রকৌশলী দীপায়ন মন্ডল ও ডা: কৃষ্ণপদরায়। সভাপতিত্ব করেন, খুলনা টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ রঞ্জন কুমার পাল।
এ সময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও অন্যান্য অতিথি উপস্থিত ছিল।