খুলনা টেক্সটাইল মিলস্ হাই স্কুলের প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন উপলক্ষ্যে এক সভা আজ শনিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউছুফ আলী খান ও নগর যুবলীগের সদস্য মোস্তফা শিকদার। আরও বক্তব্য রাখেন শিক্ষক বাবুল শেখ, অবিনাশ চন্দ্র মন্ডল, কামরুল ইসলাম, প্রাক্তণ ছাত্র সবুজ খান, মো. জয়নাল ফরাজী, রায়হান চৌধুরী, তীর্থ তনয়, ছাত্রী অবন্তিকা মন্ডল প্রমুখ। সভা পরিচালনা করেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মানু মিত্র।
সভায় পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের বেশ কিছু সিদ্ধান্তের উপর মতামত তুলে ধরা হয়। সকল প্রাক্তণ শিক্ষার্থীদের আগামী ১০ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে অনুরোধ করা হয়। এছাড়া পুনর্মিলনী অনুষ্ঠান সম্পর্কে বিদ্যালয়ের তথ্য ও রেজিস্ট্রেশন বুথ চালুর ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।