????????????????????????????????????
চ্যানেল খুুলনা ডেস্কঃ খুলনা মহানগর আওয়ামী লীগের দৌলতপুর ও খানজাহান আলী থানার আটটি সাংগঠনিক ওয়ার্ডে বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। স্ব-স্ব ওয়ার্ডের আওয়ামী লীগ নেতাদের কাছে মোট সাড়ে ১৩ কেজি ওজনের খাদ্য পণের বস্তা হস্তান্তর করা হয় । প্রতিটি বস্তায় ছিল ৭ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ ও আধা লিটার সয়াবিন তৈল। আকাংখা গ্রæপ ও এস.এন বিল্ডার্স এর সার্বিক সহযোগিতায় ওয়ার্ড প্রতি ৩শ’ পরিবারের জন্য এই খাদ্য সহায়তা দেওয়া হয়। করোনা ভাইরাসের কারনে কর্মহীন মানুষের পাশে দাড়ানোর লক্ষ্যে এই আয়োজন।
প্রধান অতিথি হিসাবে এই খাদ্য সহায়তা কর্মসূচীর উদ্বোধন করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও কেসিসি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, এম.ডি বাবুল রানা, আকাংখা গ্রæপের চেয়ারম্যান শেখ মজনু, এস.এন বিল্ডার্স এর ব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ দাউদ হায়দার। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশনের সভাপতি ও দৌলতপুর থানা আওয়ামী লীগ সভাপতি শেখ সৈয়দ আলী, দৌলতপুর থানা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ, খানজাহান আলী থানা আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ হোসেন ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান, নগর আওয়ামী লীগ ও সাংবাদিক নেতা মোজাম্মেল হক হাওলাদার, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, আব্দুস সালাম, সামসুদ্দিন প্রিন্স, শেখ আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম, সাহাবুদ্দিন আহমেদ, কবু মোল্লা, শেখ মফিজুর রহমান হিরু, জিবলু মোড়ল, আব্দুর রউফ মোড়ল, মনিরুল ইসলাম, ওয়াহেদুজ্জামান, মনিরুজ্জামান মুকুল, আবু জাফর, মাকসুদ হাসান পিটু, হারুন অর রশীদ, জাফর ইকবাল মিলন, নগর যুবলীগ সদস্য মেহেদী হাসান মোড়ল সহ দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।