চ্যানেল খুলনা ডেস্কঃবিভাগীয় শহর খুলনায় পরিবেশ আদালতের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেছেন, একের পর এক ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসে সুন্দরবন মায়ের মতো আগলে রেখেছে উপকূলীয় জেলা খুলনাকে। সেই সুন্দরবন আজ ধ্বংসের মুখে; নানাভাবে পরিবেশ বিধ্বংসী পদক্ষেপ নেয়া হচ্ছে, যা সুন্দরবনকে শেষ করে দেবে। শহরে নদী, বায়ু ও পানি দূষণে যেন প্রতিযোগিতা চলছে। এভাবে চলতে থাকলে পরিবেশ বিপর্যয় ঘটবে। বক্তারা আরও বলেন, খুলনা অঞ্চলের বাস্তবতা এতো কঠিন যে, পরিবেশ আইন অনুযায়ীকে অপরাধ করলে আদালতের অভাবে এসবের বিরুদ্ধে ক্ষতিগ্রস্তরা চাইলেও কোন ব্যবস্থা গ্রহণ করতে পারে না। তাই খুলনা বিভাগকে মানুষের বসবাস উপযোগী রাখতে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ যথাযথ বাস্তবায়নে খুলনা বিভাগে সরকার ঘোষিত পরিবেশ আদালত স্থাপন এখন সময়ের দাবি। গতকাল শনিবার বেলা ১১টায় নগরীর শিববাড়ী মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। আমেরিকান কর্তার খুলনার এনভায়রনমেন্ট ক্লাব এ কর্মসূচির আয়োজক। মানববন্ধনে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার রেজিস্ট্রার ড. মোঃ শাহ আলম, স্টুডেন্ট’স অ্যাফেয়ার্স’র ডিরেক্টর রাজিব হাসনাত শাকিল, সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান, ইউএস স্টেট এলামনাই আবু হেনা মোস্তফা জামান পপলু, মোঃ তৌহিদুর রহমান, বেলা’র বিভাগীয় সমন্বয়ক মাহফুজুর রহমান মুকুল, বাপা খুলনার সমন্বয়ক এড. বাবুল হাওলাদার, গ্লোবাল খুলনার মামুনুর রহমান তুহিন, সাংবাদিক আশরাফুল ইসলাম নূর, আমেরিকান কর্ণার খুলনার সমন্বয়ক ফারজানা রহমান, ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশাসহ ছায়াবৃক্ষ, পরিবর্তন খুলনা, ইয়ুথ নেক্সাস, এনভায়রন মেন্টাল এওয়্যারনেস ক্লাব খুবি, ইজিডোর এবং বিডি ক্লিন খুলনার স্বেচ্ছাসেবকরা।