সোমবার (১৬ মে) বিকাল ৫টায় পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় খুলনা বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে প্রচারপত্র বিতরণ করেন মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।
নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, মূল্য কমিয়ে জনগণের ক্রয় ক্ষমতায় আনার দাবি, শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচন বন্ধ, ইসলাম দেশ ও মানবতা বিরোধী মদের বিধিমালা বাতিল, স্বাধীনতার মূল লক্ষ্য- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতি সন্ত্রাসমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠন এবং ইসলামী সমাজ বিনির্মাণে ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত খুলনা বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে সর্বস্তরের জনসাধারণ কে ২১ মে শনিবার সমাবেশে দলে দলে যোগ দেয়ার আহবান জানানো হয়।
প্রচার পত্র বিলিতে উপস্থিত ছিলেন মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির বিভাগীয় সদস্য সটিব ও নগর সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ, জেলা সেক্রেটারী আসাদুল্লাহ গালীব, নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, মুফতী মাহবুবুর রহমান, মাও. আবু সাইদ, হাসান ওবায়দুল করিম, মাও. দ্বীন ইসলাম, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, আমজাদ হোসেন, গাজী মুরাদ হোসেন, আবুল কাশেম, মেহেদী হাসান, ইমরান হোসেন মিয়া, জিএম কিবরিয়া, হুমায়ুন কবির, জাহিদুল ইসলাম, ফেরদাউস সুমন, মুফতী আমিরুল ইসলাম, এস.কে নাজমুল হাসান, আব্দুর রশিদ, সাইফুল ইসলাম, মাও. আব্বাস আমিন, খালিদ সাইফুল্লাহ, আব্দুল্লাহ নোমান, মুফতী আশরাফুল ইসলাম, আবুল কালাম আজাদ, রবিউল ইসলাম তুষার, মাও. হাফিজুর রহমান, মঈনুদ্দিন, ইনামুল হাসান সাইদ, ইবরাহিম ইসলাম আবির, আবু রায়হান, ফরহাদ মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, মোস্তফা আল গালিব, হাবিবুল্লাহ মেজবাহ মেশকাত, হাফেজ ওসামা আবরার, জুবায়ের হোসেন প্রমূখ নেতৃবৃন্দ।