খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষকদের বহনকারী একটি বাসে হামলা চালিয়েছে যুবদলের নেতাকর্মীরা। বুধবার (৫ ডিসেম্বর) দুপুর ২টায় নগরীর ময়লাপোতা জোহরা খাতুন স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ বলেন, ‘দুপুর ২টার দিকে শিক্ষকবাহী বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। এ সময় ইট পাটকেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায় তারা। বাসের পেছনের দুটি জানালার গ্লাস ভেঙে যায়।
তিনি বলেন, ‘বাসে থাকা নুরুল ইসলাম নামের এক শিক্ষার্থী ও বাসের হেলপার মো. জুয়েল আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
এ ঘটনার তীব্র নিন্দা ও দ্রুতই ব্যবস্থা নেয়ার দাবি জানান শিক্ষকরা।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (সাউথ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে ময়লাপোতা থেকে খুলনা বিশ্ববিদ্যালয় দিকে যাচ্ছিল বাসটি। এ সময় যুবদলের ১৫-২০ জনে একটি মিছিল বাসটির ওপর হামলা করে। সরেজমিন পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলার প্রক্রিয়া চলছে।