খুলনা অফিসঃখুলনা-মংলা রেলপথ নির্মাণ কাজের গতি আরো বাড়িয়ে দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন রেলপথ সচিব মো. মোফাজ্জেল হোসেন। শুক্রবার (২৬ জুলাই) সকালে খুলনা রেলওয়ে রেস্টহাউজ সম্মেলন কক্ষে রেলপথ নির্মাণ প্রকল্পের অগ্রগতি সংক্রান্ত সভায় সংশ্লিষ্টদের এই তাগিদ দেন।
রেলপথ সচিব বলেন, রেলের উন্নয়নের জন্য সরকার অগ্রাধিকার ও বিশেষ গুরুত্ব দিচ্ছে। ইতোমধ্যে খুলনা-মংলা রেলপথের ৫০ শতাংশর বেশি কাজ শেষে হয়েছে। বাকি নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। ২০২১ সালের আগেই খুলনা-মাংলা রেল চলাচল করবে।
এ সময় খুলনা-মংলা রেল লাইন প্রকল্পের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুমসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।