খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক এর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারনার লক্ষ্যে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাতে নগরীর শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম. এ. নাসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস. এম. আসাদুজ্জামান রাসেলের সঞ্চালনায় নির্বাচনী সমন্বয় ও প্রচারণা কমিটি গঠন করা হয়। খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের নির্বাচনী সমন্বয় ও প্রচারণা কমিটির আহবায়ক হয়েছেন নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী ইউসুফ আলী মন্টু ও সদস্য সচিব হয়েছেন নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মাসুম বিল্লাহ। এছাড়াও সদর থানা স্বেচ্ছাসেবক লীগের নির্বাচনী সমন্বয় ও প্রচারণা কমিটির আহবায়ক মোঃ তাজমুল হক তাজু ও সদস্য সচিব মোঃ মারুফ খান। সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগের নির্বাচনী সমন্বয় ও প্রচারণা কমিটির আহবায়ক জাহিদুল ইসলাম ও সদস্য সচিব ফাহিদ হোসেন ঐশর্য। খালিশপুর থানা স্বেচ্ছাসেবক লীগের নির্বাচনী সমন্বয় ও প্রচারণা কমিটির আহবায়ক মোঃ শফিকুল ইসলাম অভি ও সদস্য সচিব আতিকুর রহমান সোহাগ। দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক লীগের নির্বাচনী সমন্বয় ও প্রচারণা কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান কামাল ও সদস্য সচিব নজরুল ইসলাম নবী এবং খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক লীগের নির্বাচনী সমন্বয় ও প্রচারণা কমিটির আহবায়ক গাজী মোফাজ্জেল হোসেন ও সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম।
সভায় কমিটির বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত আহবায়ক ও সদস্য সচিবদের সাথে স্ব স্ব থানার ওয়ার্ড সমূহের সভাপতি/আহবায়ক ও সাধারণ সম্পাদক/যুগ্ম আহবায়ক/সদস্য সচিবেরা যোগাযোগ করে বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচার-প্রচারনা পরিচালনা করবেন। থানা পরিচালনা কমিটির আহবায়ক ও সদস্য সচিব মহানগর পরিচালনা কমিটির আহবায়ক ও সদস্য সচিবের সাথে যোগাযোগ রেখে পুরো কার্যক্রম সমন্বয় করবেন। আর মহানগর পরিচালনা কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়ক নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে নির্বাচনি প্রচার-প্রচারনা সমন্বয় করবেন। এই লক্ষ্যে প্রতিটি ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক/সভাপতি ও যুগ্ম আহবায়ক/সাধারণ সম্পাদকদের দায়িত্বপ্রাপ্ত থানা কমিটির আহবায়ক ও সদস্য সচিবদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হলো।
এছাড়া, মহানগর স্বেচ্ছাসেবক লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন, মোঃ মোজাহার হোসেন, গোলাম মাওলা টিংকু, মোঃ কামরুল ইসলাম, মো: জাহাঙ্গীর হোসেন, বিজয় কুমার দে মিঠু, গাজী মোফাজ্জেল হোসেন, মোঃ রাজিব হোসাইন, মোঃ জিলহাজ হাওলাদার, মোঃ বুলবুল আহম্মেদ, মোঃ শাহারিয়ার মাহামুদ রিয়াদ, এস.এম নুর হাসান জনি, মোঃ বায়েজিদ হোসেন, এস.এম আসিফ ইকবাল সবুজ, মোঃ রায়হান উদ্দীন, মোঃ আসাদুজ্জামান লিপন, রবিন্দ্রনাথ ধর, মোঃ জাকির হোসেন খোকন, মোঃ জাহাঙ্গীর হাসান, রফিকুর রহমান মারুফ, সাব্বির আহম্মেদ, লিটন মাহামুদ, এ.কে.এম জান্নাতুল ফেরদৌস রুপম, হাফিজুর রহমান সুমন, মোঃ কবির হোসেন, এস. এম মেহেদি হাসান মান্না, মোঃ ইব্রাহীম মোড়ল, মোঃ ইখতিয়ার উদ্দিন মোল্ল্যা, মোঃ নাসির উদ্দিন, মোঃ মারুফ চৌধুরী রিমন, মোঃ হাবিবুর রহমান হাবিব, হাফেজ মোঃ আশিকুর রহমান, আলী আজগর আকন, এ.কে.এম আখিরুজ্জামান মুন্না, মেহেদী হাসান রেমিন, খান মোসাদ্দেক হোসেন ইমন, মোঃ হুমায়ূন শিকদার, মোঃ রবিউল ইসলাম প্রিন্স, মোঃ রিপনুজ্জামান রিপন, মোঃ শাহরিয়ান নেওয়াজ রাব্বি, মোহাম্মাদ পিয়াল, মোঃ হাসান শেখ, মোঃ আল-আমিন হাওলাদার, আরিফুল ইসলাম অনিক, আবিদ আল হাসান, মোঃ খান আজিম হিজল, তানভীর ইসলাম সাব্বির, মো: শামীম হাওলাদার, মোঃ নাছির শেখ, এস এ শিকদার সিহাব, মোঃ হানিফ, ইসরাফুর জামান খান শাকিল, মোহাম্মাদ ইসমাইল সুমন, ইব্রাহিম হোসাইন আরজু, মুন্সী মোঃ শামীম, মোছাঃ সুরভী আক্তার, হামিদা বেগম, মোঃ ফরহাদ হোসেন, মো: তারিফুল রহমান তারিক, মোঃ নাসির উদ্দীন, মোঃ ইসমাইল হোসেন ইমন, মোঃ নাসির মৃধা, মোঃ শুকুর আসলাম শ্রাবণ, শেখ ই¯্রাফিল, কমল বিশ^াস, মোঃ নূর আলম সজীব।
নৌকা প্রতীকের পক্ষে নগর স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ
দলীয় কার্যালয় : ০২ জুন ’২৩ খ্রি.
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের পক্ষে গণসংযোগ ও পথসভা করেছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার দিনব্যাপী নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের মুসলমান পাড়া আওয়ামী লীগের ইউনিট কমিটি কার্যালয় থেকে শুরু করে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এম. এ. নাসিম ও সাধারণ সম্পাদক এস. এম. আসাদুজ্জামান রাসেলের নেতৃত্বে এবং নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কাজী ইউসুফ আলী মন্টু ও সদস্য সচিব মোঃ মাসুম বিল্লাহ’র পরিচালনায় গণসংযোগ করেন স্বেচ্চাসেবক লীগের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন এস.এম আসিফ ইকবাল সবুজ, রুপম তালুকদার, মারুফ হোসে, রবিউল ইসলাম প্রিন্স, কবির হোসেন, জাকির হোসেন খোকন, সাব্বির আহমেদ, রানা, খান হুমায়ুন শিকদা, মোঃ রিপানুজ্জামান রিপন, মুন্সি সালাঊদ্দিন, ইজাজুল ইসলাম, মোঃ রাজ্জাক, জয় দত্ত, নবীরুল ইসলাম নয়ন, মোঃ রাজ্জাক, তাজুল, মারুফ, সুমন, রাজু, রুবেল, ময়না, হামিম, রাশেদুজ্জামান রুবেল, আলী আজগর, লিটন মাহমুদ প্রমূখ।