বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন, অসহায় ও দরিদ্র জনগণের জন্য বাংলাদেশ নৌবাহিনী গত বছরের ন্যায় এবছরও তাদের ত্রাণ সহায়তা কার্যক্রম পরচালনা করছে। এরই অংশ হিসেবে কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনডিইউ, এএফডবি¬উসি, পিএসসি এর তত্ত্বাবধানে নৌবাহিনীর চারটি ঘাঁটি হতে নির্দিষ্ট এলাকায় ত্রাণ সহায়তা প্রদান করা হয়। বানৌজা তিতুমীর কর্তৃক খুলনা শহরের খালিশপুর বিহারী পল¬ীতে ২৩০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অন্যদিকে পটুয়াখালি জেলার কলাপাড়া উপজেলাস্থ বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির পার্শ্ববর্তী এলাকার লালুয়া ও গোলবুনিয়া এলাকার দুঃস্থ ও অসহায় ১৫০টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি বিএসও খুলনা কর্তৃক রুপসা ঘাট বস্তি এলাকায় ৫০০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া খুলনার লবনচরাস্থ নৌঘাঁটি সোলাম কর্তৃক লবনচরা এলাকায় ৮৫ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি বানৌজা মংলা কর্তৃক দিগরাজ বাজার ও তৎসংলগ্ন এলাকায় ১৫০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বর্নিত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ছোলা, আটা ও লবণ। খুলনা অঞ্চলে করোনা পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক এই ত্রাণ কার্যক্রম চলমান থাকবে।-সংবাদ বিজ্ঞপ্তিa