শুক্রবার (১৫ এপ্রিল) ১৩ রমজান সন্ধ্যা ৬ টায় খুলনার ঐতিহ্যবাহী টাউন ক্লাব মিলনায়তনে খুলনা মোবাইল ব্যাংকিং এজেন্ট এন্ড রিচার্জ অ্যাসোসিয়েশনের উদ্দোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা সংগঠনের সভাপতি জনাব সুজন আহমেদের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন, মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোল্লা সিরাজুল ইসলাম নয়ন।
আরো উপস্থিত ছিলেন মোঃ ফোরকান আহমেদ, খালিদ হোসেন রাজন, মোঃ ফরহাদ হসেন, মোঃ কবির নেওয়াজ সাকু, মোঃ শাহজাহান, মোহাম্মদ মাহমুদুল হাসান বাবু, মিরাজ, মোঃ রিপন শেখ, মোঃ শরিফ, মোঃ নজরুল ইসলাম, মোঃ খাইরুল ইসলাম, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, উজ্জল কুমার, মোহাম্মদ আব্দুল্লাহ, কাজি আহমদ উল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা মাহমুদুল হাসান কাওছারী।
সভায় আগামী ২০ শে মে পরবর্তী সাধারণ সভার তারিখ ঘোষণা করা হয়।