চ্যানেল খুলনা ডেস্কঃ রাস্ট্রায়ত্ত্ব পাটকল রক্ষায় খুলনার ৯ পাটকলসহ সারাদেশের ২৬ পাটকলে একযোগে গেট সভা করেছে সিবিএ ননসিবিএ সংগ্রাম পরিষদ। শনিবার সকাল ১০টায় একযোগে সকল পাটকলের মিল গেটে শ্রমিক সমাবেশের মাধ্যমে কর্মসূচীর বিষয়ে অবহিত করেন সিবিএ নেতৃবৃন্দ।
খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, স্টার, দৌলতপুর, আলিম, ইর্ষ্টান, জেজেআই ও কার্পেটিং জুট মিল গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মিল বন্ধের সকল চক্রান্ত বন্ধ করে মিলের উৎপাদন চালু রাখা, নিয়মিত মজুরী প্রদান, পাট ক্রয়ের অর্থ বরাদ্ধর দাবি জানান শ্রমিক নেতারা।
সমাবেশে পাটকল শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান চুন্নু, প্লাটিনাম জুট মিলের সিবিএ’র সভাপতি শাহানা শারমিন, ক্রিসেন্ট জুট মিল সিবিএ’র সভাপতি দ্বিন ্ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা হেমায়েত উদ্দিন আজাদী, স্টার জুট মিলের সিবিএ’র সভাপতি বিল্লাল হোসেন, খালিশপুর জুট মিলের সভাপতি আবু দাউদ দ্বিন মোহাম্মদ সহ ননসিবিএ নেতা মুরাদ হোসেন, কওছার আলী মৃধা, খলিলুর রহমান, সোহরাব হোসেন বক্তৃতা করেন।
এদিকে পাটকল বন্ধের খবর শুনে শ্রমিক ও পাট চাষী পরিবারের সদস্যসহ এর সাথে জড়িত প্রায় ৩ কোটি মানুষ চরম হতাশার মধ্যে দিনাতিপাত করছে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন। নেতৃবৃন্দ জানান, রোববার সকাল ১১টায় খালিশপুর জুট ওয়ার্কাস ইনস্টিটিউিট কার্যালয়ে পাটকল রক্ষা সিবিএ ননসিবিএ সংগ্রাম পরিষদ এক সংবাদ সম্মেলন আহ্বান করেছেন। সংবাদ সম্মেলনে তারা আন্দোলনের বিষয়ে বিস্তারিত সাংবাদিকদের অবহিত করবেন বলে জানিয়েছেন।