খুলনা সিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে-২০২২ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৬ মার্চ) বেলা দেড়টায় হাসপাতালের সম্মেলন কক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের ডেন্টাল ইউনিট এই অনুষ্ঠানের আয়োজক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চেয়ারম্যান ডা: সৈয়দ আবু আসফার। ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডা: এস ইউ আহমেদ শাওনের সার্বিক তত্ত্বাবধায়ন ও পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি মেডিকেলে কলেজ এন্ড হাসপাতালের পরিচালক ডা: মোস্তফা কামাল, পরিচালক (হাসপাতাল) ডা: এম এ আলী, পরিচালক ডা: মো: রফিকুল হক বাবলু, পরিচালক ডা: মো: আসাদুল হক ও পরিচালক ডা: ফৌজিয়া বেগম-সহ হাসপাতালের বিভাগীয় প্রধানগণ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডা: মো: শহিদুল ইসলাম শামীম, ডা: কে এম মরিয়ম আভা মিতু মনি ও ডা: ইসরাত জান্নাত।