কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির উদ্যোগে খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপনের স্ত্রীর সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল আজ বুধবার (১১ মে) সকাল ১১ টায় সমিতির নিজস্ব কার্যালয়ে কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির সভাপতি আব্দুর রব মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির সম্মানিত উপদেষ্টা, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক ঊর্ধ্বতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, সমিতির সিনিয়র সহ-সভাপতি বাবু গৌরাঙ্গ সাহা, সহ-সভাপতি শেখ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল হায়দার পাটোয়ারী, সহ-সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সজুত চৌধুরী, প্রচার সম্পাদক শেখ মোঃ নাসির উদ্দিন, কোষাধক্ষ্য মোঃ নজরুল ইসলাম, সদস্য মোঃ খলিলুর রহমান, অফিস সহকারি বাবু সত্যানন্দ মন্ডল।
দোয়া মাহফিল পরিচালনা করেন বড় বাজার কাছারী ঘাট দারুস সালাম জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ আব্দুল মালেক।