খুলনা সিটি কর্পোরেশনের মেয়র পদে পুনরায় বিজয়ী হওয়ায় খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু পরিষদ, খুলনা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার (১৩ জুন) বঙ্গবন্ধু পরিষদ, খুলনা বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. রুবেল আনছার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকী স্বাক্ষরিত বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়। বিবৃতিতে নেতৃবৃন্দ নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।