খুলনার অন্যতম সামাজিক সংগঠন খুলনা সোসাইটির ইফতার মাহফিল গতকাল বুধবার নগরীর অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন সংগঠনের সদস্যবৃন্দ।
খুলনা সোসাইটির চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক এর সভাপতিত্বে ও প্রোগ্রাম চেয়ারম্যান এস এম শফিকুল আলম বিপ্লব এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক মো: আজিজুল হাসান দুলু। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ এ্যাড. মির্জা নুরুজ্জামান, হাজী মালেক কলেজের অর্থনীতি বিভাগের প্রধান মো: শামীম শেখ ও খুলনা মেডিকেল কলেজের রেজিস্ট্রার ডা: উপানন্দ রায়।
ইফতার মাহফিল উদযাপন কমিটির কো-চেয়ারম্যান মানসুরা তুলির তত্ত্বাবধানে আরও উপস্থিত ছিলেন মো: আবু তৈয়ব মুন্সী, মেহেজাবিন খান, নয়ন পাল, শেফালী খানম, ফিরোজা আকতার বাধন, শারমিন সাথী, ইয়াফেস ইসতেহাদ দ্বীপ, মিশকাত হোসেন, রুবেল ইসলাম, নাজমুল জোয়ার্দ্দার, অপু রায়হান প্রমুখ।