খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। বুধবার দুপুরে রাজধানীর বারিধারায় তার কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এস.এম জাহিদ হোসেন, সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু ও এস.এম নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা, নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মো: মুন্সী মাহবুব আলম সোহাগ, কার্যনির্বাহী কমিটির সদস্য মোজাম্মেল হক হাওলাদার ও মোঃ শাহ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন তারিকুল আলম খান, কাজী জাহিদ হোসেন, ডঃ সাইদুর রহমান।
শুভেচ্ছা বিনিময় শেষে সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে নবনির্বাচিত নির্বাহী কমিটির নেতৃত্বে বিশেষ ভুমিকা রাখবে এবং তাদের নেতৃত্বে খুলনা প্রেসক্লাব আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন