সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের উপকূল এলাকায় ঘুর্ণিঝড়, বন্যা ও জলোচ্ছাস প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে জনজীবন বিপর্যস্ত, প্রাণহানিও ঘটছে অহরহ। বাঁধ ভেঙে উপকূল এলাকা প্রায়শঃ প্লাবিত হচ্ছে। সারাবছর কৃষি জমি পানির নিতে তলিয়ে থাকায় উপকূলীয় জনগোষ্ঠী তীব্র খাদ্য সঙ্কটে ভুগছে; ভেঙে পড়েছে শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থান ব্যবস্থা। ক্ষতি হচ্ছে সম্পদেরও। বিশেষজ্ঞদের ধারণা, জলবায়ুর বিরূপ প্রভাবেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সুতরাং উপকূলবাসীকে বাঁচাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণেই সমাধান দেখছেন অভিজ্ঞজনেরা।
বুধবার (২রা জুন) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে ঢাকাস্থ বৃহত্তর খুলনা সমিতি, বাগেরহাট , খুলনা ও সাতক্ষীরা জেলা সমিতির নেতৃবৃন্দ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে যতদ্রুত সম্ভব স্থায়ী বাঁধ নির্মাণ, উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ বরাদ্দ এবং জলবায়ু তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিতে উপকুলীয় উন্নয়নবোর্ড গঠনসহ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার সভাপতি ও এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য সৈয়দ দিদার বখত, সমিতির সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. কাজী মনিরুজ্জামান মনির, হাফেজ সুলতান আহমেদ, অ্যাডভোকেট মোঃ শামসুজ্জামান, প্রচার সম্পাদক রেজাউল হক রেজা, অ্যাডঃ আব্দুস সালাম, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডঃ ইয়ারুল ইসলাম, পাইকগাছা সমিতির সভাপতি একেএম সাঈদ হোসেন, নির্বাহী কমিটির সদস্য মোঃ আসাদুল্লাহিল গালিব, ফয়সাল আহমেদ সোহেলসহ অনেকে।
মানববন্ধনে ড. মোহাম্মদ আবদুল মজিদ বলেন, জলোচ্ছাস ইদানীং ঘন ঘন হানা দিচ্ছে। ফলে স্থানীয় শিক্ষা, স্বাস্থ্য, মৎস সম্পদসহ কৃষি অর্থনীতি মারাত্মক হুমকির মুখে পড়েছে। দক্ষিণাঞ্চলের প্রাকৃতিক সুরক্ষাব্যুহ সুন্দরবন আজ বিধ্বস্ত বিপর্যস্ত। দুর্যোগের পরপরই প্রতিশ্রুতির ফুলঝুরি যা দিনকয়েক পরেই পথ হারায় । উপকূলের মানুষ হিসেবে আমরা উদ্বিগ্ন। তিনি অতিসত্বর খুলনাঞ্চলের উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।