সোমবার (১ নভেম্বর) বিকাল ৪টায় পারহাউজ মোড়স্থ আইএবি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরীর উদ্যোগে জাতীয় যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভা নগর সহ-সভাপতি মুফতি আব্দুর রহমান মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সদস্য মুফতি আমিরুল ইসলাম, নগর যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুর রশিদ, নগর অর্থ সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন, নগর দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ মামুন অর রশিদ, নগর আইন সম্পাদক মুহাম্মদ আব্দুস সবুর, নগর মানবাধিকার সম্পাদক মুহাম্মদ আমানুল্লাহ, নগর মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম সহ বিভিন্ন থানার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, যুব আন্দোলনের মাধ্যমে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।