১১ জানুয়ারি বিএনপির গণ অবস্থান কর্মসুচি সফলের লক্ষ্যে স্বেচ্ছাসেবক দল সোনাডাঙ্গা ও খালিশপুর থানার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সভা রাত সাড়ে ৮টায় আহবায়ক সাইফুল ইসলাম ও খালিশপুর থানা আহবায়ক জাহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে রাত ৯টায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম শাহিন। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নগর সাধারণ সম্পাদক ফারুক হিলটন, সহ-সভাপতি মোবাশ্বের হোসেন শ্যামল, প্রথম যুগ্ম সম্পাদক ইউসুফ মোল্যা, সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুন, দপ্তর সম্পাদক মোঃ নাসির উদ্দিন, নগর যুবদলের সহ-প্রচার সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল হাই কালু, সভায় উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা সদস্য সচিব শওক্ত আলী বিশ্বাস লাবু, নজরুল
ইসলাম বাবু, স্বপন তালুকদার, আবুল কালাম কালু, ইদ্রিস হোসন সোহান, সাকিল আহম্মেদ, হুমায়ুন আহাম্মেদ, জিয়া, আম্মান মোড়ল, মোতালেব হোসেন, আবুল কালাম, জনি, শিমুল, আল আমিন, রুবেল, নুরুল ইসলাম নুরু, কালু মোল্যা, আলমগীর হোসেন, রাসেল খলিফা, ফরিদ, শাহিন, সবুজ, তুহিন, সামসুল হক, মোঃ হাসান, জনি, জনি শেখ প্রমুখ।