ছাপাখান ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩ এর ৪ ধারা অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের সম্মুখে উপস্থিত হয়ে নির্ধারিত ফরম-ক-তে ঘোষণাপত্র প্রমাণিকরণপূর্বক ছাপাখানা পরিচালনা করার বাধ্যবাধকতা রয়েছে।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩ এর ৪ ধারা অনুযায়ী ঘোষণাপত্র প্রমাণিকরণ ব্যতিরেকে কিছু কিছু ব্যক্তি/প্রতিষ্ঠান ছাপাখানা পরিচালনা করছে যা উক্ত আইনের পরিপন্থী। ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩ অনুসরণে ছাপাখানা পরিচালনার নিমিত্ত ঘোষণাপত্র প্রমাণিকরণের জন্য সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে।
এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।