সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুলনায় জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনায় জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্বোধন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বর্তমান অন্তবর্তীকালীন সরকার জাতির কল্যাণে যত ভালো কাজের উদ্যোগ নেবে সে সব কাজের সাথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দূর্নীতি ঢুকে গেছে। ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে দেশ পুনরায় গত ৫ আগস্ট স্বাধীন হয়েছে। তাই দেশের মানুষের অধিকার পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করার জন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তিনি বর্তমান অন্তবর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কারের প্রশংসা করেন এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা শাহাদাৎ বরণ করেন তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন। আর যাঁরা আহত হয়েছেন তাঁদের সুস্থতা কামনা এবং তাঁদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আওয়ামীলীগ সরকারের বিভিন্ন নির্যাতন, দমন নিপীড়নের কারণে দীর্ঘ ১৬ বছর ধরে জামায়াতে ইসলামীর প্রকাশ্যে রাজনীতি এক প্রকার বন্ধই ছিল। গত ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াতে ইসলামী রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের মাধ্যমে দেশ সেবার লক্ষ্য নিয়ে সারাদেশে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। সেই উদ্দেশ্যকে গতিশীল করতে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন ৯ নং ওয়ার্ডের শেখপাড়াস্থ কাউন্সিলরের কার্যালয়ের সামনে ৯ নং ওয়ার্ড জামায়াতের ইসলামীর অফিস উদ্বোধনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
৯ নং ওয়ার্ড আমীর কাজী বায়জিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খালিশপুর থানা আমীর মো. ইকবাল হোসেন, জামায়াত নেতা মুহাম্মদ আব্দুল আলীম ও থানা সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা আব্দুর রহিম, কাজী জিয়াউল ইসলাম, কাজী অহিদুল ইসলাম, বাদশা মোল্লা, কাজী নুরুল আলম প্রমুখ।
অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাৎবরণকারীদের মাগফিরাত এবং দেশের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

এমইউজে খুলনার সাধারণ সভা শনিবার, নির্বাচন ২২ ডিসেম্বর

কুয়েট অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

কুয়েটে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা উন্মোচন ও সেমিনার

খুবিতে চলমান টার্ম ফাইনাল পরীক্ষার হল পরিদর্শন করলেন উপাচার্য

খুবিতে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনে মহান বিজয় দিবস বর্ণাঢ্য র‌্যালী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।