সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ | চ্যানেল খুলনা

খুলনায় জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমীর (ভারপ্রাপ্ত) অধ্যাপক নজিবুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল তৎপরতা অব্যাহত রেখেছে। সেই সাথে প্রকৃত দেশপ্রেমিক, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরীর মাধ্যমে জনগনের সকল সমস্যার সমাধানে সচেষ্ট রয়েছে। যা ইতোমধ্যেই দেশবাসী প্রত্যক্ষ করেছে এবং তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের সীমিত সামর্থ্য সত্বেও মানবতার কল্যাণেই আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মানবতার কল্যাণে কাজ করা আমাদের ঈমানী দায়িত্ব ও কর্তব্য বলে বিশ্বাস করি। কারণ এটা ইসলামের নির্দেশ। এ নির্দেশ থেকেই জামায়াতে ইসলামী তার ৪ দফা কর্মসুচির মধ্যে ৩য় দফা কর্মসুচিতে সমাজসেবা কর্মসুচি অন্তর্ভুক্ত রেখেছে। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আর এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে অসহায় মানুষের পাশে আমাদের দাড়াতে হবে। নগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় শীতবস্ত্র বিতরণককালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
সোনাডাঙ্গা থানার আমীর জিএম শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জাহিদুর রহমান নাঈম এর পরিচালনায় ১৮ নং ওয়ার্ড আমীর মশিউর রহমান রমজান, থানা কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেন কাজল, মুহাদ্দিস শহিদুল ইসলাম ও খান কামরুল ইসলাম, ১৯ নং ওয়ার্ড আমীর আবুল কালাম, ২০ নং ওয়ার্ড আমীর ডা. আবুল খায়ের, ২৬ নং ওয়ার্ড আমীর মাওলানা শফির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আরও বলেন, জনগণের ভোট ও ভাতের অধিকার হরণ করা হয়েছে। দেশের মানুষের মৌলিক মানবাধিকার ভুলুন্ঠিত। দুর্নীতি, লুটপাট, অনিয়ম ও অব্যবস্থাপনার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়েছে। দেশে আজ ভয়াবহ অবস্থা বিরাজ করছে। কথা বলার অধিকার ছিল না, মত প্রকাশের অধিকার ছিল না, রাজনৈতিক সভা সমাবেশ করার অধিকার ছিল না। বিগত ১৫ বছরে জামায়াতে ইসলামীর ২৫১ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভুত্থানে মানুষ তাদের সকল অধিকার ফিরে পেয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছে। তাদের এ দেশে আর রাজনীতি করতে দেবে না সাধারণ জনগণ। ভারতে বসে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করেছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এ সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। এ জন্য সকলকে সজাক থাকার আহবান জানান।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

১০ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন

খুলনা বিগত কয়েক মাসের তুলনায় মাদকের ব্যবহার বেড়েছে

সড়ক দুর্ঘটনার মতো মানবসৃষ্ট দুর্যোগ প্রতিনিয়ত ঘটছে: জেলা প্রশাসক

শিক্ষা-গবেষণায় সহযোগিতার লক্ষ্যে খুবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমওইউ স্বাক্ষর

আইডিইবি প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত ও অসুস্থ সদস্য প্রকৌশলীদের সুস্থতা কামনায় খালিশপুরে ইফতার মাহফিল

শহিদ মীর মুগ্ধদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।