খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী ইন্দর জিত সাগর বলেছেন, বাংলাদেশি শিক্ষার্থীরা চাইলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভারতকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নিতে পারেন। যে কোন দেশের চেয়ে অল্প খরচে শিক্ষার্থীদের ভবিষত জীবন গড়ে দেয় ভারতের শিক্ষা ব্যবস্থা। খুলনায় অনুষ্ঠিত ‘সেপ ভারতীয় শিক্ষা মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
খুলনা মহানগরীর হোটেল সিটি ইন-এ সোমবার সকালে ফিতা কেটে এই শিক্ষা মেলা শুরু হয়। সেপ ইভেন্ট এন্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড মেলার আয়োজন করে। ভারতের ২০টি বিশ^বিদ্যালয় শিক্ষা মেলায় অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্যে মেলা উম্মুক্ত থাকবে।
আয়োজকরা বলছেন, মেলার মধ্য দিয়ে ভারতের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের প্রতিনিধিদের কাছ থেকে ভারতে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা তাদের আগ্রহ ও পছন্দের বিষয়ে সার্বিক তথ্য সরাসরি জানার সুযোগ পাবেন। পাশাপাশি উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্কলারশীপ অফার সংক্রান্ত তথ্যও জানতে পারবেন শিক্ষার্থীরা।
শিক্ষা মেলায় অংশ গ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আসাম ডাউন টাউন ইউনিভার্সিটি, অ্যাড্যামাস, জে আই এস গ্রæপ কোলকাতা, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুল ব্যাঙ্গুলুর, আই টি এম ইউনিভার্সিটি, সারদা ইউনিভার্সিটি –দিল্লী, এপিজে ইউনিভার্সিটি-সিমলা, গীতা গ্রæপ অব ইন্সস্টিটিউশনসহ উল্লেখ্য যোগ্য ৩০ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের স্টল থাকছে। আর দর্শনার্থীদের জন্য থাকবে লট্যালটারীর মাধ্যমে ল্যাপটপ জেতার সুযোগ।
সেপ ভারতীয় শিক্ষা মেলা আয়োজক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা সঞ্জয় থাপা জানান, ভারতের শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র গুণগত সর্বোচ্চ শিক্ষা দানই নয়, যে কোন দেশের চেয়ে অল্প খরচে শিক্ষার্থীদের ভবিষত জীবন গড়ে দেয়। বিদেশি শিক্ষার্থীরা তাদের নিজ দেশের শিক্ষার ব্যয়ভার থেকে অল্প খরচে পড়াশোনা শেষ করতে পারেন। তাছাড়া ভারতে একদম সেশনজট নেই। আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা চাইলে ভারতকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নিতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মো: সাইফুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা টিভি রিপের্টার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু। সভাপতিত্ব করেন আয়েজক প্রতিষ্ঠানের সভাপতি সঞ্জয় থাপা