সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন শুরু | চ্যানেল খুলনা

খুলনায় বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন শুরু

জাতিসংঘ ঘোষিত সড়ক নিরাপত্তা সপ্তাহ-২০২৩ উপলক্ষে খুলনায় ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে । সোমবারবার (১৫মে) এই উপলক্ষে দুর্ঘটনার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিকারী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়।

সকাল সাড়ে ৯টায় মহানগরীর নিরালা মোড় থেকে পথচারী ও চালকদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

নিসচা’র সচেতনামূলক লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও আওয়ামী লীগের খুলনা মহানগর শাখার সহ-সভাপতি শ্যামল সিংহ রায়।

নিসচা’র খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চলনায় অনলাইনে যুক্ত থেকে লিফলেট বিতরণপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন অট্রেলিয়ায় অবস্থানরত সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব।

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি শেখ মো: নাসিরউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো: রুহুল আমীন তালুকদার সোহাগ, অর্থ সম্পাদক মো: নাজমুল হোসেন, কার্য্যনির্বাহী সদস্য মো: শামীম হোসেন, তানিয়া সুলতানা, নিসচা নেতা মোহাম্মদ আকরাম হোসেন,রোটারিয়ান মফিজ আহমেদ মজুমদার, নিসচার সদস্য মো ফিরোজ আলী, মোঃ মোশারফ হোসেন, নিয়ামুল বারী হুজাইফা, মোঃ সজল, মোঃ রাজু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, নিরাপদ সড়ক গড়ার প্রথম শর্ত হলো সড়ক ব্যবহারের নিয়মাবলি বাস্তবায়ন করা। যে কারণে জাতিসংঘের সাধারণ পরিষদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের আঞ্চলিক কমিশনকে জাতিসংঘ গ্লোবাল রোড সেইফটি সপ্তাহ পালনের পরিকল্পনা ও উদ্যাপনের দায়িত্বে নিযুক্ত করেছে । ২০২৩ সালে ১৫ থেকে ২১ মে পর্যন্ত সপ্তমবারের মত রোড সেইফটি সপ্তাহ পালিত হচ্ছে। এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে টেকসই যাতায়াত। বিশেষ করে পায়ে হাঁটা পথ, সাইক্লিং এবং গণপরিবহন ব্যবহারের বৃদ্ধিতে সরকার কর্তৃক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা নীতি নির্ধারকসহ সকলের সামনে তুলে ধরা। সরকার ও তার অংশিজনের কাছ থেকে টেকসই যাতায়ত ব্যবস্থা পুনঃবিবেচনা করার পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে মানুষকেও সচেতন হতে হবে।

বক্তারা আরও বলেন, এখন খুলনা শহরে নিরাপদে হাঁটার জন্য এতটুকু জায়গা আর নেই। তাই প্রাণের ঝুঁকি নিয়ে পথচারীদের রাস্তা দিয়েই হাঁটতে হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খুলনার ফুটপাতগুলো দ্রুত মেরামত করে পথচারীদের চলাচলের উপযোগী করে গড়ে তোলার দাবি জানান তারা।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সোনাডাঙ্গা বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

গবেষণায় সহযোগিতা ও উদ্ভাবনী প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করার সুযোগ সৃষ্টি

টেকসই গবেষণার মাধ্যমে সমাজে খুবির গুরুত্ব তুলে ধরতে হবে : উপাচার্য

খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) কর্মচারী ইউনিয়নের কমিটি গঠন

জেসিআই ঢাকা সিগনেচার’র লোকাল প্রেসিডেন্ট সুমন সাহা

মোংলা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপ‌তি মো. মাহমুদ আহসান টিটো, সরোয়ার হোসেন সে‌ক্রেটা‌রি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।