খুলনায় সাবেক শিক্ষামন্ত্রী অ্যাডভোকেট এস এম আমজাদ হোসেনের স্ত্রী মমতা রওশন জাহানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শতাধিক দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক।
অ্যাডভোকেট এস এম আমজাদ হোসেন ও মমতা রওশন জাহানের ছেলে আমেরিকা প্রবাসী এস এম রানা হোসেনের পক্ষ থেকে এবং খুলনা প্রেসক্লাবের সহায়তায় এ কম্বল বিতরণের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য কৌশিক দে বাপী, মরহুম এস এম আমজাদ হোসেনের বড় ছেলে এস এম ফরিদ হোসেন, সমাজসেবক শফিকুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী জুলু, মুজিবুর রহমান প্রমুখ।