সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় সুবিধাবঞ্চিত শ্রমিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

খুলনায় সুবিধাবঞ্চিত শ্রমিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী প্রধান উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সর্বদা দরিদ্র, অসহায় ও সুবিধা বঞ্চিত শ্রমজীবী মানুষের পাশে থেকে তাদের সাধ্যমত সাহায্য- সহযোগিতা অব্যাহত রেখেছে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও প্রকৃত কল্যাণ সাধনে শ্রমিক কল্যাণ ফেডারেশন আজ ঐতিহাসিক ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি পবিত্র রমযানের ত্যাগ ও তাকওয়ার প্রভাবে প্রভাবান্বিত হয়ে সমাজের বিত্তবানদেরকে দরিদ্র ও অসহায় শ্রমজীবী মানুষের সাহায্য ও কল্যাণে এগিয়ে আসার জন্য আহবান জানান।

সোমবার (৩ মার্চ) সকাল ১০ টায় স্থানীয় কার্যালয়ে খুলনা মহানগরীর দৌলতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শ্রমিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান, আনিসুর রহমান। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিকনেতা আব্দুস সাত্তার, দবির উদ্দিন, নুর ইসলাম, রফিকুল ইসলাম, আবুল হোসেন, গোলাম মোস্তফা, আব্দুল হাকিম, আনোয়ার, হারুন, সিদ্দিক মুন্সী, মন্টু, রানা, কামরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি আরও বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য সাধারণ শ্রমজীবী মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রেখে শ্রমিকদের কষ্ট লাগব করে সঠিকভাবে সিয়াম সাধনে পালনে সহযোগিতা করার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান। কুরআন নাযিলের মাসে পবিত্র কুরআন থেকে শিক্ষা গ্রহণ করে ব্যক্তি জীবনকে আলোকিত করার পাশাপাশি শ্রমিকের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার নিমিত্তে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকাতলে শামিল হওয়ার জন্য খুলনার শ্রমজীবী মানুষের প্রতি তিনি উদাত্ত আহবান জানান।

তিনি বলেন, ছাত্র জনতার আত্মত্যাগের ফলে আজ নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে দেশের মানুষ। দীর্ঘ ১৫ বছর পর দেশের জনগণ এখন শান্তিতে নিঃশ্বাস নিচ্ছে। এই অর্জন ধরে রাখতে আমাদেরকে বিনয়ী হতে হবে, ধৈর্য্য ধারণ করতে হবে। সব শ্রেণীপেশার মানুষের পাশে দাঁড়ানোর মানুষিকতা তৈরি করতে হবে। আগামী

প্রজন্মের জন্য একটি বৈষম্যমুক্ত অসা¤প্রদায়িক চেতনার কল্যাণ রাষ্ট্র গঠনে প্রত্যেক কর্মীকে আদর্শ, ন্যায় পরায়ণ, সততা, সভ্যতা, দক্ষতা অর্জন এবং সাহসিকতার সাথে অসা¤প্রদায়িক চেতনায় উজ্জীবিত হতে হবে বলে তিনি উল্লেখ করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা শিবির

প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ভোলার গ্যাস খুলনায় অগ্রাধিকার ভিত্তিতে না দিলে কঠোর কর্মসূচীর হুশিয়ারি

খুবিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি উৎসব রঙিন আকাশে উৎসবমুখর শিক্ষার্থীরা

তারুণ্যের কণ্ঠ একত্রে গর্জে উঠলো গ্র্যান্ড ফিনালেতে

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল হুদার মৃত্যুতে খুলনা অঞ্চল জামায়াতের শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।