সোমবার ডুমুরিয়া উপজেলায় সফল প্রকল্প এর বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করেন নেদারল্যান্ড দূতাবাসের ডেপুটি এ্যাম্বাসেডর
পাওলা সিন্ডেলার, ফার্স্ট সেক্রেটারি ফলকারট জেগার, ওয়াটার ম্যানেজমেন্ট এন্ড ফুড সিকিউরিটি, ফিনেন্স কন্ট্রোলার, হেনস
এ্যানজেনেন্ট, সিনিয়র পলিসি এ্যাডভাইজার ওয়াটার ম্যানেজমেন্ট মো: রিয়াজ উদ্দিন খান, কান্ট্রি ম্যান্জোর, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া, সেলিম রেজা হাসান, পরিচালক উত্তরণ, মো: শহিদুল ইসলাম, চেয়ারম্যান, শোভনা ইউনিয়ন পরিষদ, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন ওরফে তুহিন সহবিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ। শোভনা ইউনিয়নে কমিউনিটির উদ্যোগে ও সফল প্রকল্পকর্তৃক ওয়াটার ও সয়েল ম্যানেজমেন্ট( ল্যান্ডস্কেপ) প্রকল্পটি সরজমিনে পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। শোভনা গ্রামের মডেল ডেইরি ভিলেজ ঘুরে ঘুরে দেখেন ও খামারিদের সাথে মতবিনিময় করেন। এর পর নেদারল্যান্ড রাজকীয় দূতাবাসের অর্থায়নে টিপনায় অবস্থিত ভিলেজ সুপার মার্কেট এর বিভিন্ন ব্যবসার উদ্যেঠস
যেমন সফল মিঠাই ঘর, দুধের চিলিং সেন্টার, গাভির মিশ্র খাবার উৎপাদন ফ্যাক্টরিসহ মাছের আড়ৎ পরিদর্শন করেন । বিকেল ৩ টায় সফল নিরাপদ কৃষিপণ্য বিপণন উৎপাদনমুখী সমবায় সমিতি লিঃ এর সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং সমিতিকে টেকসই করতেঅতিথিবৃন্দগন বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।