বাংলাদেশ সড়ক ও জনপদ (সওজ) বিভাগের প্রধান প্রকৌশলী মোঃ আব্দুস সবুর শুক্রবার (২১ মে) বিকালে ভৈরব সেতু এলাকা দৌলতপুর মহসীন মোড় থেকে দিঘলিয়া উপজেলার দেয়াড়া ইউনাইটেড ক্লাব পর্যন্ত সরেজমিনে পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।
সেতুর পূর্ব অংশ দিঘলিয়া উপজেলার দেয়াড়া ইউনাইটেড ক্লাব মাঠে সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কন্সট্রাকশন লিঃ (করিম গ্রুপ ) এর বেজ ক্যাম্প প্লাস স্টক ইয়ার্ডে এলাকার সুধীবৃন্দের সঙ্গে সেতুর বিষয়াদি নিয়ে মতবিনিময় অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে সেতুর কাজ শুরু এবং দ্রুত বাস্তবায়ন এর জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
এ সময় তার সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সওজ,ঢাকা) আব্দুল্লাহ আল মামুন, খুলনা অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সওজ) সৈয়দ আসলাম আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সওজ) মোঃ মনিরুজ্জামান, সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফেরি সার্কেল খুলনা মোঃ মনজুরুল হক, উপ-সহকারি প্রকৌশলী মোঃ রাশিদুর রেজা, সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কন্সট্রাশন লিঃ (করিম গ্রুপ) প্রজেক্ট ম্যানেজার মোঃ মাবাবুবুর রহমান, ভৈরব সেতুর প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী অসীত বরণ অধিকারী, অতিঃ প্রধান প্রকৌশলী গোলাম মোস্তাফা, শেখ শাহানেওয়াজ, কিউ এস সামিউল ইসলাম, জিএম ম্যানেজমেন্ট (অবঃ) মেজর আসাদুর রহমান, এলাকার সুধীবৃন্দের মধ্যে প্রাক্তন সাংসদ শেখ সাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, আ’লীগ নেতা শেখ আনছার আলী, মাওঃ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডঃ মসিউর রহমানের ব্যক্তিগত কর্মকর্তা এম এ রিয়াজ কচি, মোঃ হাফিজুর রহমান প্রমূখ ।