চ্যানেল খুলনা ডেস্কঃবঙ্গোপসাগরের আলোর কোল, দুবলা ও বঙ্গবন্ধুর চর এলাকায় ইলিশ আহরণের পরিমাণ কমে গেছে। জেলেরা অলস সময় কাটাচ্ছে। জেলেদের একেকটি নৌকার জালে সপ্তাহে পঁচিশ মণ করে ইলিশ ধরা পড়ছে। গত বছর এমন সময় সপ্তাহে পঞ্চাশ মণ জেলেদের প্রতিটি নৌকায় ইলিশ ধরা পড়তো। খুলনার পাইকারী মোকামে ইলিশের আমদানি এবার অর্ধেক। এ মৌসুমের জুলাই ও আগস্ট মাসে ১৬৯ মেট্রিক টন ইলিশ এসেছে। গেল মৌসুমে এখানে ৮৫৯ মেট্রিক টন ইলিশ আমদানি হয়।
বঙ্গোপসাগরের মাছ ধরা ট্রলারের জেলে দাকোপ উপজেলার পানখালি গ্রামের অধিবাসী মোহাম্মদ উল্লাহ’র ভাষ্য অনুযায়ী, সাগরের খাঁড়িতে খাঁড়িতে মাছ নেই। বঙ্গবন্ধুর চর এলাকায় ২শ জেলে অবস্থান করলেও কাক্সিক্ষত মাছ ধরা পড়ছে না। পিরোজপুর, বাগেরহাট ও খুলনার জেলেরা অলস সময় কাটাচ্ছে। তিনি বলেন, গত বছর আগস্ট মাসে ঝাঁকে ঝাঁকে ইলিশ জেলেদের জালে ধরা পড়তো। এবার তার পরিমাণ খুবই কম।
নগরীর ৪নং ঘাটের আড়তদার শেখ মঈনুদ্দিন আহমেদ জানান, আড়তগুলোতে ইলিশ আমদানির পরিমাণ কমেছে। গতবারের তুলনায় দাম এবার অনেক বেশি। খুলনার আড়তগুলোতে আসা ইলিশ মাছের বড় একটি অংশ ট্রেনযোগে উত্তরাঞ্চলে যাচ্ছে। সেখানে চাহিদা বেশি। সুন্দরবন ও সাগরকূলে এবার ডাকাতের উপদ্রব নেই।
নিউ মার্কেটের খুচরা মাছ ব্যবসায়ী ইদ্রিসুর রহমান জানান, এক কেজি ওজনের ইলিশ ১১শ টাকা, ৫শ থেকে ৬শ গ্রাম সাইজের প্রতি কেজি ৭শ টাকা দরে বিক্রি হচ্ছে। গত মৌসুমের তুলনায় এবার কেজিপ্রতি ৩শ টাকা করে বেড়েছে। দেড় কেজি ওজনের প্রতি কেজি ইলিশ ১১শ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মৎস্য উন্নয়ন কর্পোরেশন খুলনার ব্যবস্থাপক মো. জাহিদুল ইসলাম জানান, মহিপুর, আলিপুর, পাথরঘাটা, চরদুয়ানি, রাঙ্গামালি, বরিশাল, কুয়াকাটা ও বলেশ্বর মোকাম থেকে প্রতিদিন ভোরে ইলিশ আসছে। বিভিন্ন ধরনের সাইজের ইলিশের মণপ্রতি মূল্য গতবারের তুলনায় এবার গড়ে ৩ হাজার টাকা করে বেশি।
তার দেওয়া তথ্য মতে, এক কেজির ওপরের ইলিশ মণপ্রতি ৩৯ হাজার টাকার পরিবর্তে এবার ৪৫ হাজার টাকা, এক কেজি ৪শ গ্রাম ওজনের ইলিশ মণপ্রতি ৫২ হাজার টাকার পরিবর্তে ৫৫ হাজার টাকা, ৫শ গ্রাম ওজনের মণপ্রতি ১৯ হাজার টাকার পরিবর্তে ২২ হাজার টাকা, ৬শ গ্রামের ইলিশ মণপ্রতি ২৪ হাজার টাকার পরিবর্তে ২৭ হাজার টাকা এবং ৭শ থেকে ৯শ গ্রাম ওজনের ইলিশ মণপ্রতি ৩১ হাজার টাকার পরিবর্তে ৩৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতাদের সূত্র জানান, ৫শ গ্রাম ওজনের ইলিশের চাহিদা বেশি।