দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬টি আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৭ জন; তাদের মধ্যে বর্তমান সংসদ সদস্য যেমন আছেন, তেমনি আওয়ামীলীগের মনোয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে ভোট করতে আগ্রহী এমন অনেক প্রার্থী রয়েছেন।
মঙ্গলবার পর্যন্ত এসব প্রার্থী খুলনা রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র তুলেছেন। সবশেষ তথ্য অনুযায়ী কেউ সেগুলো জমা দেননি বলে জানিয়েছেন খুলনার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজির আহম্মেদ।
তিনি বলেন, ভোটার তালিকা সংগ্রহের চালানের টাকা জমা দিয়ে যে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দিতে গেলে দলীয় প্রার্থী হলে দলীয় মনোনয়নের কপি, স্বতন্ত্র প্রার্থী হলে ওই নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে হবে।
৭ জানুয়ারি ভোটের দিন রেখে ঘোষণা করা তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ৩০ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
খুলনা জেলা নির্বাচন কার্যালয় থেকে জানা যায়, খুলনার ৬টি আসনের মধ্যে এখন পর্যন্ত খুলনা- ৪ আসন থেকে সর্বোচ্চ ১৩টি মনোনয়নপত্র নেওয়া হয়েছে। এরমধ্যে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও সমর্থক রয়েছে সাতজন। যারা এ আসনের মনোনয়নপ্রত্যাশী। তাদের মধ্যে বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী মনোনয়নপত্র নিয়েছেন।
এছাড়া জাতীয় পার্টির মো. ফরহাদ আহমেদ, স্বতন্ত্র হিসেবে নিয়েছেন আওয়ামী লীগ নেতা এস.এম. মোর্তজা রশিদী দারা, মো. জুয়েল রানা, এম, ডি, এহসানুল হক, এস এম আজমল হোসেন, এইচ, এম, রওশান জামির, আতিকুর রহমান, শেখ আনছার আলী, রিয়াজ উদ্দীন খান, মো. রেজভী আলম, মো. মোস্তাফিজুর রহমান, শেখ হাবিবুর রহমান মনোনয়নপত্র নিয়েছেন।
অপরদিকে খুলনা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ননী গোপাল মন্ডল। এ আসনে বর্তমান সংসদ সদস্য ও সংসদের পঞ্চানন বিশ্বাস। এর বাইরে মো. আজিজুর রহমান, আবেদ আলী শেখ, প্রশান্ত কমার রায়, গোবিন্দ চন্দ্র প্রামানিক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন।
খুলনা-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন বর্তমান সংসদ সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দিন জুয়েল। এর বাইরে স্বতন্ত্র হিসেবে ফরিদা পারভিন, মো. মতিয়ার রহমান মনোনয়নপত্র নিয়েছেন।
খুলনা-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। এ আসনে বর্তমান সংসদ শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। এ আসন থেকে জাকের পার্টির হয়ে এস, এম, সাব্বির হোসেন এবং স্বতন্ত্র হিসেবে নিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু।
খুলনা-৫ আসন থেকে বর্তমান সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন। এছাড়া স্বতন্ত্র হিসেবে নিয়েছেন মো. সাইফুল ইসলাম, আশীষ কুমার কর্মকার, শেখ আকরাম হোসেন, সামাদ শেখ। এখন পর্যন্ত জাতীয় পার্টি বা অন্য দলের কেউ নেননি।
খুলনা -৬ থেকে মনোনয়নপত্র নিয়েছেন আটজন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মো. রশীদুজ্জামান মনোনয়নপত্র নিয়েছেন। এ আসনে বর্তমান সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু। জাতীয় পার্টি থেকে মনোয়ন নিয়েছেন মোঃ শফিকুল ইসলাম মধু। এছাড়া স্বতন্ত্র হিসেবে নিয়েছেন এস এম রাজু, এস এম নেওয়াজ মোরশেদ, শেখ মর্তুজা আল মামুন, মো. আবু সুফিয়ান, মির্জা গোলাম আজম, জি এম মাহবুবুল আলম।