সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুলনায় করোনায় কর্মহীনদের মাঝে সোনালী ব্যাংকের উদ্যোগে নগদ অর্থ বিতরণ | চ্যানেল খুলনা

খুলনায় করোনায় কর্মহীনদের মাঝে সোনালী ব্যাংকের উদ্যোগে নগদ অর্থ বিতরণ

সোনালী ব্যাংক লিমিটেডের বিশেষ সিএসআর কার্যক্রমের আওতায় খুলনা জেলা প্রশাসনের আয়োজনে করোনায় কর্মহীন হয়ে পড়া প্রায় পাঁচশত অসহায়, দুঃস্থ ও নিম্নআয়ের শ্রমজীবীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়। অর্থ সহায়তার মধ্যে ছিলো জনপ্রতি দুই হাজার টাকা। এছাড়াও সোনালী ব্যাংক খুলনা জেলার সকল উপজেলায় তিনশত ২৫ জনকে নগদ অর্থ সহায়তা বিতরণ করেছে।

খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার প্রধান অতিথি হিসেবে আজ (শনিবার) জেলা স্টেডিয়ামে এই অর্থ সহায়তা বিতরণ করেন। বিতরণকালে জেলা প্রশাসক বলেন, দেশব্যাপী চলমান করোনাভাইরাসের কারণে হতদরিদ্র ও কর্মহীন মানুষের দুর্দশার শেষ নেই। এই সংকটময় সময়ে অর্থ সহায়তা প্রদানের জন্য সোনালী ব্যাংক লিমিটেডকে ধন্যবাদ জানান তিনি। করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরিধান করে চলাচলের জন্য জেলা প্রশাসক সকলের প্রতি আহবান জানান।

অর্থ সহায়তা বিতরণে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, সোনালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম, ডিজিএম এফএম মনিরুল ইসলাম, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম মোয়াজ্জেম রশিদী দোজা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোনালী ব্যাংক লিমিটেড পরিচালনা পরিষদের সিদ্ধান্তে সিএসআর কার্যক্রমের আওতায় খুলনা জেলার বস্তিবাসী, ছিন্নমূল এবং করোনায় সংক্রমণের কারণে সাময়িকভাবে বেকার হয়ে পড়া ব্যক্তিদের পরিবারের সহায়তা প্রদান করে আসছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

সোনাডাঙ্গায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ডাবলু গ্রেপ্তার

‘দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে উন্নয়ন সম্ভব নয়’ ধর্ম উপদেষ্টা

দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: গয়েশ্বর চন্দ্র রায়

খুলনায় পুলিশের এডিসি কামরুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা মহানগরে ১০টি স্থানে ভর্তুকিমূল্যে কৃষিপণ্য বিক্রি চলছে

খুলনায় জাপা কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।