3d coronavirus infection spread covid-19 pandemic background
চ্যানেল খুলনা ডেস্কঃখুলনায় শেখ সোহরাব হোসেন নামের ৬০ বছর বয়সী এক করোনা রোগী বাসায় ও করোনা ডেডিকেটেড হাসপাতালে ৩২ বছর বয়সী রুমিচা বেগম নামের এক গর্ভবতী করোনা রোগী মারা গেছে।
শুক্রবার (২৬ জুন) সকাল ১১ টায় মহানগরীর ২ নং জাহিদুর রহমান ক্রস রোডের নিজ বাসায় মারা যান সোহরাব হোসেন এবং দুপুর ১ টা ৫০ মিনিটে করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা যান রুমিচা বেগম।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে সমন্বয়ক ডা মিজানুর রহমান বলেন, করোনা আক্রান্ত রুমিচা গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন । আজ ১টা ৫০ মিনিটে তিনি মারা যান। রুমিচা বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বাসিন্দা ।
অন্যদিকে সোহরাব হোসেনের স্বজনরা জানান, সোহরাব হোসেনকে করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৪ জুন ভর্তি করা হয়। সেখানে বেশ কয়েকজন রোগী ওই দিন মারা যান এবং ভালো চিকিৎসা না হওয়ায় ২৫ জুন বাসায় নিয়ে আসি। শুক্রবার সকাল ১১টা দিকে তিনি নিজ বাসায় মারা যান। এর আগে ২৩ জুন তার শরীরে করোনা পজিটিভ ধরা পরে।