চাইল্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে খুলনা দক্ষিণ বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় নগরীর রেলস্টেশনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় শিশুদের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়।
অর্গানাইজেশনের খুলনা দক্ষিণ বিভাগীয় কমিটির সভাপতি এ্যাড. হালিমা খাতুন শিউলী সেরনিয়াবত এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সুমন আহমেদ খান, যুগ্ম সম্পাদক এ্যাড. লাকি, উম্মুর রেদা, জেলা প্রধান নাজনীন নাহার বিউটি, সাংবাদিক জয়নাল ফরাজী, মোল্লা নোমান, লুবনা কবীর, জাফর, আকরাম, জেসমিন, মোল্লা রায়হান, মোল্লা নাঈম, নাহিদ, এনাম শেখ, শাওন মাহমুদ, জনি, হৃদয়, খান আসাদুল, ফাতেমা সীমা প্রমুখ।-খবর বিজ্ঞপ্তি