খুলনা মহানগরীতে সরবরাহকৃত ছয়টি কোম্পানীর অবৈধ ড্রিংকিং ওয়াটারের জার নষ্ট করেছে বিএসটিআই। আজ বুধবার (১৯ মে) বিএসটিআই খুলনার সহকারী পরিচালক গোবিন্দ কুমার ঘোষের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স ঢাকা ড্রিংকিং ওয়াটার, এ্যাংকর ড্রিংকিং ওয়াটার, ইলোরা ড্রিংকিং ওয়াটার, জমজম ওয়াটার, আল সাফা ড্রিংকিং ওয়াটার ও রিফাইন ওয়াটারের ২৫০ জার নষ্ট করা হয়েছে।
সূত্রে জানা গেছে, বিএসটিআই’র সহকারী পরিচালক (সিএম) গোবিন্দ কুমার ঘোষের নেতৃত্বে আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীতে অভিযান পরিচালনা করেন। নগরীতে মেসার্স ঢাকা ড্রিংকিং ওয়াটার, এ্যাংকর ড্রিংকিং ওয়াটার, ইলোরা ড্রিংকিং ওয়াটার, জমজম ওয়াটার, আল সাফা ড্রিংকিং ওয়াটার এবং রিফাইন ওয়াটার প্রতিষ্ঠান সমুহের অবৈধভাবে ড্রিংকিং ওয়াটার উৎপাদন, নিম্নমানের জারে বিক্রি করছে। অভিযানে এসব কোম্পানীর অবৈধ ড্রিংকিং ওয়াটার রোধে নগরীর ময়লাপোতা মোড়, সাত রাস্তার মোড়, প্রান্তিক আবাসিক এলাকা এবং নিরালা আবাসিক এলাকায় বুধবার দুপুরে পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে অন্তত ২৫০টি জার জব্দ ও তাৎক্ষণিক নষ্ট করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।