তেরখাদা উপজেলা যুবলীগ সভাপতি এফ.এম মফিজুল ইসলাম মফিজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে খুলনা জেলা যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় দলীয় কার্যালয় চত্বরে সংগঠনের জেলা শাখার যুগ্ম সম্পাদক সরদার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল। সমাবেশে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল ইসলাম,শিউলি আক্তার,জামিল খান,যুবলীগনেতা এবিএম কামরুজ্জামান,আসাদুজ্জামান রিয়াজ,জলিল তালুকদার,ব্রজেন দাস,প্রদীপ বিশ্বাস,শেখ মো: জামাল,শেখ মনিরুল ইসলাম,এস,কে আলী ইয়াছিন,অনুপম বিশ্বাস,প্রভাষক গোবিন্দ ঘোষ ও ছাত্রলীগ জেলা সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা ঘটনার দুই দিন পেড়িয়ে গেলেও যুবলীগ নেতা মফিজের ওপর হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার না করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। আগামী ৪৮ ঘন্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসী ও মদদদাতাদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারী উচ্চারণ করা হয়।– খবর বিজ্ঞপ্তি